আর্কাইভ থেকে বাংলাদেশ

দুদক কর্মকর্তা শরীফের চাকরিচ্যুতি: তদন্ত চেয়ে ১০ আইনজীবীর রিট

দুদক কর্মকর্তা শরীফের চাকরিচ্যুতি: তদন্ত চেয়ে ১০ আইনজীবীর রিট

শরীফ উদ্দিনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলোর বিষয়ে স্বাধীন-নিরপেক্ষ তদন্ত চেয়ে হাইকোর্টে রিট  করেছেন সুপ্রিমকোর্টের ১০ আইনজীবী।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে ১০ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ রিট দায়ের করেন।

রিটে দুদকের চেয়ারম্যান, সচিব, কমিশনার (অনুসন্ধান), কমিশনার (তদন্ত), পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এবং চাকরিচ্যুত সাবেক উপসহকারী পরিচালক শরীফ উদ্দীনকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী শিশির মনির  বলেন,  তারা কোনো ব্যক্তির পক্ষে  রিট করেননি। আলোচিত ওই ঘটনায় চাকরিচ্যুত শরীফ উদ্দীন এবং দুদক কর্তৃপক্ষের যে পাল্টাপাল্টি বক্তব্য গণমাধ্যমে প্রকাশ হয়েছে, তার  তদন্ত চেয়েছেন। কারণ তদন্তেই প্রকৃত সত্য জানা যাবে।

তিনি আরোও  বলেন, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের প্রয়োজনে একটি কমিটি গঠন এবং এ ঘটনায় সংশ্লিষ্ট নথি তলব করে বিষয়টি পর্যালোচনারও আবেদন জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন দুদক | কর্মকর্তা | শরীফের | চাকরিচ্যুতি | তদন্ত | চেয়ে | ১০ | আইনজীবীর | রিট