আর্কাইভ থেকে বাংলাদেশ

লক্ষ্য ছাড়িয়ে বড় স্কোরের দিকে চোখ বাংলাদেশের

লক্ষ্য ছাড়িয়ে বড় স্কোরের দিকে চোখ বাংলাদেশের

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে আফিফ-মিরাজের ১৭৪ রানের দেশসেরা জুটিতে ৭ বল বাকি রেখেই ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় ম্যাচে টাইগারদের সিরিজ নিশ্চিতের হাতছানি। দ্বিতীয় ম্যাচে টসের সময় অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছিলেন, ২৬০ রান করার লক্ষ্য তাদের।

চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে, টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন তামিম। সেই সুযোগ কাজে লাগিয়ে কাপ্তানের কথা রেখেছেন লিটন-মুশফিক জুটি। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ৪৪ ওভারেই দলীয় সংগ্রহটা ২৬০ করেন ফেলেন এই দুই ব্যাটার। বিনিময়ে ২ উইকেট হারায় স্বাগতিকরা। 

ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন লিটন দাস। অপরপ্রান্তে নিজের ৪১তম অর্ধশতক হাঁকান মুশি। 

এদিকে, আজকের ম্যাচে জিততে পারলে ইংল্যান্ডকে টপকে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে তারা। বর্তমানে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট রয়েছে ইংল্যান্ডের। ১৩ ম্যাচে ৯০ পয়েন্ট রয়েছে বাংলাদেশের। ১২ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে ভারত।

বাংলাদেশ : লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান। 

আফগানিস্তান: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নায়েব,মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমেদজাই, ফজলহক ফারুকী। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন লক্ষ্য | ছাড়িয়ে | বড় | স্কোরের | দিকে | চোখ | বাংলাদেশের