২০২৬ বিশ্বকাপ বাছাই আগামী মাসের ১৩ ও ১৮ তারিখ যথাক্রমে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। এ দুই ম্যাচ সামনে রেখে বেশ আগেই দল ঘোষণা করলেন ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ। তবে ঘোষিত দলে বড় কোনো চমক নেই।
চোট কাটিয়ে দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়র। সর্বশেষ দুই ম্যাচের আগে ঘোষিত দলে ছিলেন ব্রাজিলের এই রিয়াল মাদ্রিদ তারকা। চোটে পড়ার কারণে তাঁকে বাদ দিয়ে দলে ফেরানো হয় রাফিনিয়াকে। ছন্দে ফেরার কারণে ভিনিসিয়ুস ফিরলেও জায়গা ছাড়তে হয়নি বার্সেলোনার এই উইঙ্গারকে।
ভিনিসিয়ুসের মতো আগের দুই ম্যাচের জন্য প্রথমে ডাক পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা অ্যান্টনি। তবে প্রেমিকাকে নির্যাতনের অভিযোগ সামনে আসার পর তাঁকে বাদ দেওয়া হয় দল থেকে। অ্যান্টনির পরিবর্তে দলে ডাকা হয় আর্সেনাল স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে। এবার ঘোষিত দলেও জায়গা হয়নি অ্যান্টির। জায়গা ধরে রেখেছেন জেসুসই।
ব্রাজিল দল
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভান্দারসন (মোনাকো), রেনান লোদি (মার্শেই), কাইয়ো হেনরিক (মোনাকো), গাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল), মার্কিনিওস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), ব্রেমার (জুভেন্টাস)।
মিডফিল্ডার: ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), গারসন (ফ্লুমিঙ্গো), আন্দ্রে (ফ্লুমিনেন্স), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ম্যাথাউস কুনিয়া (উলভারহ্যাম্পটন), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রাফিনিয়া (বার্সেলোনা)।