আর্কাইভ থেকে ক্রিকেট

তৃতীয় ওয়ানডেতে বাদ পড়লেন তাসকিন, ফিরলেন আফিফ

তৃতীয় ওয়ানডেতে বাদ পড়লেন তাসকিন, ফিরলেন আফিফ
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে দলে জায়গা পাননি আফিফ হোসেনের ধ্রুব। কিন্তু তৃতীয় ওয়ানডেতে আবারও দলে ডাক পেলেন  এই বাঁহাতি ব্যাটার। সোমবার (২৫ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক হয় খালেদ আহমেদের। তৃতীয় ম্যাচের স্কোয়াডে তাঁকে রাখা না হলেও শেষ মুহূর্তে আবারও দলের সঙ্গে যুক্ত হলেন তিনি। এদিকে, সিরিজের প্রথম দুই ম্যাচে তাসকিন আহমেদকে বিশ্রাম দেয়া হলেও তৃতীয় ম্যাচে তাকে দলে ফেরাতে চেয়েছিল বিসিবি।  কিন্তু শেষমেশ তাসকিনের অসুস্থতার কারণে সেটা আর হচ্ছে না। ইনজুরি থেকে ফিরে এই ম্যাচে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের আগে এই ম্যাচ থেকে বিশ্রাম দেয়া হয়েছে লিটন দাসকে। বিশ্রামে আছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানও।   তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, আফিফ হোসেন।

এ সম্পর্কিত আরও পড়ুন তৃতীয় | ওয়ানডেতে | বাদ | পড়লেন | তাসকিন | ফিরলেন | আফিফ