আর্কাইভ থেকে বাংলাদেশ

কিয়েভেই আছেন, লড়াই করছেন জেলেনস্কি

কিয়েভেই আছেন, লড়াই করছেন জেলেনস্কি

কোথাও যাননি, কিয়েভেই আছেন। জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।   

স্থানীয় সময় শনিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।

জেলেনস্কি জানান, রাজধানী কিয়েভ ছেড়ে লাভভ শহরে যাননি। তিনি রাজধানী কিয়েভেই আছেন, লড়াই করছেন।

একইদিন রাশিয়ার আইনসভা স্টেট দুমার স্পিকার ভিয়াচেসলাভ ভলোদিন দাবি করেন, গতকাল রাজধানী ছেড়ে চলে গেছেন জেলেনস্কি। তিনি এখন কিয়েভে নেই। তিনি লাভভে পালিয়েছেন। সেখানে সহযোগীদের নিয়ে বসবাসের ব্যবস্থা করেছেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই তার অবস্থান জানাচ্ছেন। 

জেলেনস্কি সামাজিক মাধ্যমে যেসব ভিডিও পোস্ট দিচ্ছেন, তা আগেই রেকর্ড করা হয়েছিল। ইউক্রেনের পার্লামেন্ট রাডারের এক কর্মকর্তা তাকে এই তথ্য দিয়েছেন বলে দাবি করেন দুমা স্পিকার।
এর আগে নিজের অবস্থান জানান দিতে গত শুক্রবারও একটি ভিডিও বার্তা দেন তিনি।

ভিডিওতে তার পাশে ছিলেন প্রধান উপদেষ্টা এবং তার প্রধানমন্ত্রী। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই ভিডিওতে তিনি বলেছেন, আমরা সবাই এখানে আছি।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের স্বাধীনতা ও রাষ্ট্রকে রক্ষা করছি। আমরা তা অব্যাহত রাখবো।

শুক্রবারের আগেও রুশ গণমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে তিনি রাজধানী ছেড়ে পালিয়ে গেছেন।

জেলেনস্কির এক কথা রাশিয়া যতই হামলা করুক, তিনি দেশ ছেড়ে যাবেন না। অস্ত্র ছাড়বেন না। দেশকে রক্ষা করবেন।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন কিয়েভেই | আছেন | লড়াই | করছেন | জেলেনস্কি