৪১ বছরে পা দিলেন বলিউডের হ্যান্ডসাম অভিনেত রণবীর কাপুর। জন্মদিনেই প্রকাশ্যে এল তার নতুন ছবি ‘অ্যানিম্যাল’-এর টিজার। এ ছবির ঝলক প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেল নেটপাড়ায়। রণবীরের লুক দেখে হতবাক তার ভক্তরা। অ্যানিম্যাল ছবির টিজার চোখে পড়েছে আলিয়ারও। টিজারে প্রশংসা করে আলিয়া কিন্তু আদর পাঠিয়েছেন রণবীরকে। তবে গপ্পোটা কিন্তু এটা নয়। বরং স্বামী রণবীরের জন্মদিনে বড় সিক্রেট ফাঁস করলেন আলিয়া।
রণবীরের জন্মদিনে আলিয়া ইনস্টাগ্রামে একটি চুমুর ছবি পোস্ট করেছেন। সঙ্গে পোস্ট করেছেন আরও কয়েকটি ছবি। সেই পোস্টে আলিয়া লিখলেন, আমার ভালোবাসা, আমার প্রিয় বন্ধু, আমার শান্তির জায়গা। আমি জানি গোপন প্রোফাইল থেকে তুমি এই শুভেচ্ছাবার্তা পড়ছো। ঠিক আমার পাশে বসে… একটা কথাই বলতে চাই, শুভ জন্মদিন। তুমি আমার জীবনে ম্যাজিকের মতো।
অন্যান্য সেলেবদের মতো রণবীর কোনও সোশাল মিডিয়ায় থাকেন না। অন্তত, তার ভক্তরা এটাই জানতেন। তবে একবার কফি উইথ করণে এসে আলিয়া জানিয়ে ছিলেন, রণবীরের একটি গোপন প্রোফাইল আছে। যেটার সাহায্যে সব নজরে রাখেন রণবীর। সেই কথাই এবার প্রকাশ্যে জানিয়ে দিলেন আলিয়া ভাট।
রণবীর কাপুরের জন্মদিনে যে বড়সড় চমক আসতে চলেছে, সেই ঘোষণাই দিন কয়েক আগে করা হয়েছিল প্রযোজনা সংস্থা টি সিরিজ-এর তরফে। বৃহস্পতিবার সেই প্রেক্ষিতেই মুক্তি পেল ‘অ্যানিম্যাল’-এর টিজার। সন্দীপ রেড্ডি ভঙ্গ পরিচালিত এ ছবি যে বক্স অফিসে শোরগোল ফেলে দেবে, তা পয়লা ঝলক দেখেই আন্দাজ করা গেল। উল্লেখ্য, রণবীরের বহু প্রতীক্ষিত এই ছবি মুক্তি পাবে পয়লা ডিসেম্বর।
জুন মাসে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’-এর প্রি-টিজার প্রকাশ্যে আসতেই সরগরম হয়েছিল নেটপাড়া। যা দেখে উল্লাসে ফেটে পড়েছিলেন অনুরাগীরা। পাশাপাশি সিনে-সমালোচকরাও সেই আগাম ঝলক দেখে ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলেন যে এই ছবি বক্সঅফিসে দারুণ ব্যবসা করবে। প্রসঙ্গত, ‘ব্রহ্মাস্ত্র’, ‘তু ঝুটি ম্যায় মক্কার’-পর এবার কাপুরপুত্রকে দেখা গেল একেবারে ভিন্ন অবতারে।