আর্কাইভ থেকে বাংলাদেশ

পাকিস্তানে এসেই হত্যার হুমকি পেলেন অ্যাস্টন অ্যাগার!

পাকিস্তানে এসেই হত্যার হুমকি পেলেন অ্যাস্টন অ্যাগার!

দুই যুগ-মানে দুটি আলাদা প্রজন্ম! নিরাপত্তার অঝুহাতে দীর্ঘ সময়ে অস্ট্রেলিয়া কখনো পাকিস্তান সফর করেনি। এবার বেশ সময়কে পেছনে ফেলে পাকিস্তানের মাটিতে খেলতে এসেছে অজিরা। 

এসেও অভিজ্ঞতা সুখকর হয়নি অজি বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারের। উপমহাদেশের দেশটিতে পা রাখার পরই পেয়েছেন মৃত্যুর হুমকি। তবে সরাসরি তাকে নয়। হত্যার বার্তা পাঠানো হয়েছে তার স্ত্রী মেডলিনকে।

অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড এবং নিউ এজ জানাচ্ছে, ‘পাকিস্তানে পা রাখায় মৃত্যুর হুমকি পেয়েছেন অ্যাগার। পাকিস্তানে পা রাখলে জীবন নিয়ে দেশে ফিরবেন না অ্যাগার, এমন এক বার্তা অ্যাগারের জীবনসঙ্গীকে পাঠানো হয়। সেই বার্তার বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়া ও পাকিস্তান ক্রিকেট বোর্ডকে দ্রুতই জানানো হয়।

বিষয়টি জানার পর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) তদন্ত করে জানিয়েছে, ‘হত্যার হুমকিটি একটি ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়েছে, যিনি খুব সম্ভবত ভারতীয়। আর অ্যাগারও ব্যাপারটিকে পাত্তা দিচ্ছেন না।’

এক বিবৃতিতে বলা হয়, ‘কঠোর নিরাপত্তা পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। যে কারণে এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যকলাপকে ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে না মোটেও। এ বিষয়ে এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না।’

সোমবার সকালে সিএর এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তাটি সম্পর্কে জেনেছে, আর পিসিবি ও পাকিস্তানের সরকারী নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গেও আলাপ হয়েছে এই বিষয়ে। এ বিষয়ে তদন্তও হয়ে গেছে ইতোমধ্যেই।’

আগামী ৪ মার্চ রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে স্বাগতিকদের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। ১২ মার্চ করাচিতে হবে দ্বিতীয় টেস্ট, ২১ মার্চ সিরিজের শেষ তথা তৃতীয় টেস্ট হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এরপর তিনটি ওয়ানডে ম্যাচে অংশ নিবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। যার সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। ২৯ মার্চ, ৩১ মার্চ ও ২ মার্চ হবে সিরিজের তিনটি ওয়ানডে। আর ৫ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানে | এসেই | হত্যার | হুমকি | পেলেন | অ্যাস্টন | অ্যাগার