আর্কাইভ থেকে বাংলাদেশ

খারকিভে গোলার আঘাতে ভারতীয় ছাত্র নিহত

খারকিভে গোলার আঘাতে ভারতীয় ছাত্র নিহত

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে গোলার আঘাতে ভারতীয় ছাত্র নাভিন এস জ্ঞানাগৌড়া নিহত হয়েছেন। বাইশ বছরের এই মেডিকেল ছাত্র মঙ্গলবার শহরে কারফিউ ভাঙার পর বোমা শেল্টার থেকে বেরিয়ে খাবার কিনতে বাইরে গেলে তার মৃত্যু হয়।

“সকাল আটটার দিকে সে আমাকে ফোন করে তার অ্যাকাউন্টে কিছু টাবা ট্রান্সফার করতে বলে কারণ সে আমাদের জন্য কিছু খাবার কিনে এনে রাখতে চেয়েছিল,” নিহত নাভিনের বন্ধু শ্রীকান্ত চেনাগৌড়া বিবিসিকে বলেন। তিনি সেসময় খারকিভের একটি অ্যাপার্টমেন্ট ভবনের নীচে বোমা শেল্টারের ভেতর ছিলেন।

দুজনেই খারকিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।ভারতের পররাষ্ট্র দপ্তর নাভিনের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেছে গোলার আগাতে তিনি মানা গেছেন. এবং তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে।

হাজার হাজার ভারতীয় নাগরিক, যাদের সিংহভাগই শিক্ষার্থী, ইউক্রেনে আটকা পড়েছেন।

অনেক ভারতীয় ছাত্র-ছাত্রী খাবারের অভাব জানিয়ে এবং ইউক্রেন থেকে বেরিয়ে যেতে ভারত সরকারের সাহায্য চেয়ে টুইটারে বার্তা পোস্ট করছেন।
কয়েকশ ভারতীয় ছাত্র-ছাত্রী গত কয়েকদিনে আশপাশের কয়েকটি দেশে পালিয়ে যেতে পেরেছে।

তবে সিংহভাগই এখনও ইউক্রেনের ভেতরেই রয়েছে। এখনও এক খারকিভেই হাজার তিনেক ভারতীয় শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন খারকিভে | গোলার | আঘাতে | ভারতীয় | ছাত্র | নিহত