আর্কাইভ থেকে বাংলাদেশ

দ্বিতীয় দফায় বৈঠকে বসছে ইউক্রেন-রাশিয়া

দ্বিতীয় দফায় বৈঠকে বসছে ইউক্রেন-রাশিয়া

ইউক্রেন রাশিয়া হামলার সপ্তম দিনে যুদ্ধ বন্ধের সমঝোতা করতে আজ বুধবার (২ মার্চ) দ্বিতীয় দফায় বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। 

গেলো সোমবার (২৮ ফেব্রুয়ারি) বেলারুশ-ইউক্রেন সীমান্তের গোমেলে দুই পক্ষের প্রথম বৈঠক হয়। প্রথম দফার আলোচনা কোনো সমঝোতা বা সিদ্ধান্তে আসেনি দুপক্ষ। দ্বিতীয় দফার আলোচনায় কোনো ফল আসে কি না, সেটাই এখন দেখার বিষয়।

আগের বৈঠকে দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি নিয়ে আলোচনায় মতৈক্য হওয়ার মতো সুনির্দিষ্ট বিষয়গুলো চিহ্নিত করতে পেরেছে দুই পক্ষ।
আজকের বৈঠকের আগের সেই বিষয়গুলো নিয়ে পরামর্শ করতে আবারও একত্র হবেন তারা।

সবশেষ সংবাদ অনুযায়ী রুশ সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খারসন শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এখন কিয়েভ দখলে রুশ সেনাবহর এগিয়ে যাচ্ছে। কিয়েভের প্রায় ১৫ মাইল উত্তর-পশ্চিমে ওই বহরটি অবস্থান করছে। 

গেলো ২৮ ফেব্রুয়ারি রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আলোচনা হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের সীমান্তবর্তী দেশ বেলারুশেও এ নিয়ে আলোচনা হয়। মেদিনস্কি বলেন, বেলারুশ ও পোল্যান্ডের মধ্যবর্তী সীমান্ত অঞ্চলে পরবর্তী দফার বৈঠক হবে।

জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে শুরু হওয়া রুশ হামলায় ১৩ শিশুসহ কমপক্ষে ১৩৬ জন নিহত হয়েছে। তবে ইউক্রেন বলছে, নিহত ব্যক্তির সংখ্যা সাড়ে ৩০০ ছাড়িয়ে গেছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন দ্বিতীয় | দফায় | বৈঠকে | বসছে | ইউক্রেনরাশিয়া