আর্কাইভ থেকে আওয়ামী লীগ

নির্বাচনী ইশতেহারে জনসাধারণের মতামত চেয়েছে আওয়ামী লীগ

নির্বাচনী ইশতেহারে জনসাধারণের মতামত চেয়েছে আওয়ামী লীগ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার প্রণয়নের কাজ চলমান। এরই মধ্যে সংশ্লিষ্ট কমিটি নিজেদের মধ্যে প্রাথমিক সভা করেছে। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ইশতেহারে বিশিষ্ট ব্যক্তিসহ জনসাধারণের মতামত চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে আওয়ামী লীগ। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপ-কমিটির কার্যক্রম শুরু হয়েছে। কমিটি মনে করে, গণমানুষের দল আওয়ামী লীগের ইশতেহার কেবল একটি দলীয় ইশতেহার নয়। এটি প্রকৃত অর্থে গোটা জাতির ইশতেহার।’ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগের কাছ থেকে কী প্রত্যাশা করে সেটি গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাত সম্পর্কে ইশতেহারে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। আবারো সরকার গঠন করলে আওয়ামী লীগ কী কী নতুন উদ্যোগ নিতে পারে— এ বিষয়ে আগামী ২০ অক্টোবরের মধ্যে মতামত পাঠানোর জন্য দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং কমিউনিটি লিডারদের অনুরোধ করা যাচ্ছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচনী | ইশতেহারে | জনসাধারণের | মতামত | চেয়েছে | আওয়ামী | লীগ