আর্কাইভ থেকে এশিয়া

আকস্মিক বন্যায় সিকিমে ১০ জনের মৃত্যু

আকস্মিক বন্যায় সিকিমে ১০ জনের মৃত্যু
পশ্চিমবঙ্গের রাজ্য সিকিমে আকস্মিক বন্যায় ১০ জন মারা গেছে। নিখোঁজ হয়েছে প্রায় ৮২ জন। এর মধ্যে ২২ জন ভারতীয় সেনা সদস্য। তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। তিস্তার ভয়ানক গ্রাসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গ্রামের পর গ্রাম। বুধবার (৪ অক্টোবর) সকালে সিকিমের লোহনাক হ্রদে মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। যার জেরে বন্যা দেখা দেয়। সিকিমের চুংথাংয়ে একটি নদীবাধ সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। ওই এলাকায় প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। সিকিম সরকার এরই মধ্যে এ ঘটনাকে বিপর্যয় ঘোষণা করে। এ বন্যার ফলে প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। এর ফলে পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চল দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স, জলপাইগুড়ির প্রায় সব রাস্তাঘাটই পানির নিচে। পশ্চিমবঙ্গের গাজলডোবা ব্যারেজে ভেসে আসছে মরদেহ। প্রত্যক্ষদর্শীরা জানায়, এখন পর্যন্ত ব্যারেজে ২টি মরদেহ দেখা গেছে। দেশ-বিদেশের অসংখ্য পর্যটক আটকে পড়েছে সিকিমে। সিকিম সরকারের সূত্রে জানানো হয়, প্রায় তিন হাজার পর্যটক আটকে রয়েছে সেখানে।

এ সম্পর্কিত আরও পড়ুন আকস্মিক | বন্যায় | সিকিমে | ১০ | জনের | মৃত্যু