আর্কাইভ থেকে আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন নরওয়েজিয়ান লেখক

সাহিত্যে নোবেল পেলেন নরওয়েজিয়ান লেখক
প্রতি বছর ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হয়। সাহিত্যে চলতি বছরের নোবেল পুরস্কার লাভ করেছেন নরওয়েজিয়ান লেখক জন ফস। নোবেল কমিটি জানিয়েছে, তাকে এ পুরস্কার দেয়া হয়েছে ‘তার উদ্ভাবনী নাটক ও গদ্যের জন্য, যা না বলা কথাগুলোকে তুলে ধরেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সুইডেনের স্টকহোমে বাংলাদেশ সময় বিকেল ৫টায় সাহিত্যে বিশেষ অবদানের জন্য জন ফসের নাম ঘোষণা করেছে নোবেল কমিটি। প্রতি বছর ছয়টি বিভাগে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা শুরু হয়। গত ৩ অক্টোবর এবছর নোবেল জয়ীদের নাম ঘোষণার প্রথম দিনেই চিকিৎসাশাস্ত্রে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এরপর ঘোষণা করা হয়েছে পদার্থবিদ্যায় এবং রসায়নে নোবেল বিজয়ীর নাম। নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামীকাল শুক্রবার। নরওয়ে থেকে শান্তি পুরস্কার ঘোষণা করা হয়ে থাকে। আর অন্যান্য পুরস্কারগুলোর ঘোষণা আসে সুইডেন থেকে। সুইডিস বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে প্রতি বছর নোবেল পুরস্কার দেয়া হয়। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেয়া শুরু হয়। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন সাহিত্যে | নোবেল | পেলেন | নরওয়েজিয়ান | লেখক