আর্কাইভ থেকে জাতীয়

সুদহার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

সুদহার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক
মূল্যস্ফীতি লাগাম টানতে ঋণের সুদ হার দশমিক ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন ঘোষণা অনুযায়ী, ঋণের সুদ হার হবে ১০ দশমিক ৭০ শতাংশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ব্যাংকগুলো এখন রেফারেন্স রেটের সঙ্গে মার্জিন হিসেবে ৩ দশমিক ৫০ শতাংশ সুদ আরোপ করতে পারবে। এর আগে, ঋণের সুদহার নির্ধারণে ব্যাংক ৩ শতাংশ মার্জিন যোগ করতে পারতো। সুদের স্মার্ট হার ৭ দশমিক ২০ শতাংশ। এর ফলে ঋণের সুদ বেড়ে দাঁড়াবে ১০ দশমিক ৭০ শতাংশ। এই হার অক্টোবরের জন্য প্রযোজ্য হবে বলে জানা গেছে। ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনতে এই সুদ হার বাড়ানোর সিদ্ধান্ত বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, এক দশকের মধ্যে এবারই এভাবে দ্রুত গতিতে নীতি সুদহার বাড়ানো হলো। এ নিয়ে গত ১৮ মাসের মধ্যে সপ্তমবারের মতো নীতি সুদহার বাড়ানো হলো। কারণ ভোক্তা মূল্যস্ফীতি উচ্চ স্তরে আছে। সর্বশেষ গত জুনে বাংলাদেশ ব্যাংক রেপো রেট দশমিক ৫০ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৬ দশমিক ৫০ শতাংশ করেছিল। বুধবার মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে নীতি সুদহার দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে নতুন রেপো রেট হবে ৭ দশমিক ২৫ শতাংশ। এর আগে, গত জুনে ঋণের সুদের হারের সীমা প্রত্যাহার করেছিল আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা। কারণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণের শর্তের মধ্যে সুদ হারের সীমা সরানোর কথা উল্লেখ ছিল। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন সুদহার | বাড়ালো | কেন্দ্রীয় | ব্যাংক