আর্কাইভ থেকে ক্রিকেট

পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে চাপে পড়েছে শক্তিশালী পাকিস্তান। ডাচ বোলারদের বোলিং তোপে পাওয়ার প্লেতেই হারিয়ে ফেলেছে ৩ উইকেট। হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তান ওপেনার ফখর শুরুতে ১২ রান করে আউট হন। এরপর তিনে নামা অধিনায়ক বাবর ফিরে যান ৫ রান করে। পরেই ওপেনার ইমাম উল ১৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান। ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৩ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন চারে নামা মোহাম্মদ রিজওয়ান ও পাঁচে নামা সৌদ শাকিল। পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল, বাবর আজম, মোহাম্মদ রিওজয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।
নিউজিল্যান্ডের একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক ও’ডাউড, কলিন আকারম্যান, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড, তেজা নিদামানুরু, শাকিব জুলফিকার, লগান ফন বিক, রিওলফ ফন ডার মারউই, পল ফন মিরকেরান, আরিয়ান দত্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন পাওয়ার | প্লেতেই | ৩ | উইকেট | হারিয়ে | চাপে | পাকিস্তান