আর্কাইভ থেকে বলিউড

সালমানের পর লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় জ্যাসমিন

সালমানের পর লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় জ্যাসমিন
সালমান খানের ‘কিক’ ছবিতে ‘ইয়ার না মিলে’ গানের মাধ্যমে বলিউডে জনপ্রিয়তা পান জ্যাসমিন স্যান্ডলস। তারপর জ্যাসমিনের গাওয়া ‘ইল্লিগাল ওয়েপন ২.০’ গানটি তুমুল জনপ্রিয়তা পায় বলিউডে। পাঞ্জাবি ইন্ডাস্ট্রির এ গায়িকা কয়েক বছরের মধ্যেই গোটা ভারতে পরিচিত মুখ হয়ে উঠেছেন। দিল্লিতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে একটি কনসার্ট করার কথা গায়িকার। কিন্তু, তার আগে খুনের হুমকি পেলেন গায়িকা। সন্দেহ, হুমকি দিয়েছেন বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোই। যিনি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা খুনে মূল অভিযুক্ত। এছাড়াও সালমান খানকেও বার কয়েক খুনের হুমকি দিয়েছেন এ গ্যাংস্টার। এবার লরেন্স বিষ্ণোইয়ের নিশানায় জ্যাসমিন। পাঞ্জাবি হলেও তিনি থাকেন আমেরিকায়। দিল্লির কনসার্টের জন্য আমেরিকা থেকে বিমানবন্দরে নামা মাত্রই খুনের হুমকি পেতে শুরু করেন গায়িকা। [caption id="attachment_191074" align="alignnone" width="1024"]
জ্যাসমিল স্যান্ডলস
জ্যাসমিল স্যান্ডলস
জ্যাসমিল স্যান্ডলস[/caption] বিভিন্ন আন্তর্জাতিক নম্বর থেকে এ হুমকি দেয়া হতে থাকে। খবর পেতেই কনসার্টে নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ। এমনকি যে বিলাসবহুল হোটেলে গায়িকা রয়েছেন সেখানেও, আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা। যদিও রোববারের কনসার্ট বাতিল করছেন না গায়িকা। তবে ফোনে লাগাতার হুমকি দিয়ে বলা হচ্ছে ,স্টেজে উঠলেই নাকি তার উপর হামলা করা হবে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি জ্যাসমিন। ২০০ কোটি টাকার মাদক পাচার কাণ্ডে এ মুহূর্তে আমদাবাদের সবরমতী জেলে বন্দি এ কুখ্যাত গ্যাংস্টার। পাঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালার খুনে অভিযুক্ত বিষ্ণোই। জেলে বসেই দেশে এবং বিদেশে অপরাধের নেটওয়ার্ক চালানোর অভিযোগও রয়েছে বিষ্ণোইয়ের বিরুদ্ধে।

এ সম্পর্কিত আরও পড়ুন সালমানের | লরেন্স | বিষ্ণোইয়ের | নিশানায় | জ্যাসমিন