আর্কাইভ থেকে বলিউড

জাহ্নবী কার বেশ ‘চুরি’ করলেন!

জাহ্নবী কার বেশ ‘চুরি’ করলেন!
রোববার ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই অনুরাগীদের ভালোবাসা পেতে শুরু করেন জাহ্নবী কাপূর। পাশাপাশি শুরু হয় আলোচনা। কারণ, জাহ্নবী কাপূর তার পোস্ট করা ভিডিওতে বর্ষীয়ান অভিনেত্রী জ়িনাত আমনের বেশে ধরা দিয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, জাহ্নবী আয়নার সামনে দাঁড়িয়ে তার একটি ভিডিও রেকর্ড করেছেন। ওই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাকে এই প্রজন্মের জ়িনাত বলে ডাকুন।’ ১৯৮০ সালে মুক্তি পায় জ়িনাত অভিনীত ‘কুরবানি’ ছবিটি। এই ছবিতে ‘লায়লা ম্যায় লায়লা’ গানটিতে অভিনেত্রীর আবেদন আজও মনে রেখেছেন দর্শক। সেই পোশাকেই ধরা দিলেন জাহ্নবী। এ দিকে জাহ্নবীর ভিডিও শুধু অনুরাগীদের ভলোলবাসাই নয়, বহু বলিউড তারকারও দৃষ্টি আকর্ষণ করেছে। যেমন জ্যাকি শ্রফ মন্তব্য বাক্সে লিখেছেন, ‘জ়িনাত আমন, এবার আপনার প্রত্যাবর্তনের সময় এসেছে। এই বাচ্চাদের দেখিয়ে দিন, কী ভাবে এটা করতে হয়।’ জাহ্নবীর এই ভিডিও নজরে পড়েছে স্বয়ং জ়িনাতের। মজা করে তিনি লিখেছেন, ‘আমার স্টাইল চুরি করলে! এ বার দেখো, আমি তোমার অনুরাগীদের চুরি করব।’ জ়িনাতও থেমে থাকার মানুষ নন। জাহ্নবীর পর তিনিও ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন। জাহ্নবীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘জাহ্নবী, আমাকে একটো ফোন করো। আমার মনে হয়, আমরা দু’জনে একে অপরের থেকে কিছু জিনিস শিখতে পারব।’
 
View this post on Instagram
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

এ সম্পর্কিত আরও পড়ুন জাহ্নবী | কার | বেশ | চুরি