আর্কাইভ থেকে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যান ইউ’র বিদায়

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ম্যান ইউ’র বিদায়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ। ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার (১৫ মার্চ) রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোল ব্যবধঅনে হারিয়েছে তারা। প্রথম লেগে ম্যান ইউ’র সাথে ১-১ গোলে ড্র করে  তারা। তাতে দুই লেগ মিলিয়ে ২-১ অগ্রিগেটে  এগিয়ে থাকায় জয় পেয়েছে অ্যাটলেটিকো শিবির। এই নিয়ে চতুর্থ ও ২০১৫-১৬ মৌসুমের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠলো পর্তুগিজ ক্লাবটি। 

দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে পরের ধাপে পা রাখল দিয়েগো সিমিওনের দল। মাদ্রিদে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। পুরো ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা। দুই দলই পেয়েছিল ভালো কিছু সুযোগ। এর মাঝে ব্যবধান গড়ে দিলেন রেনান লোদি। ইউরোপ সেরার মঞ্চে ব্রাজিলিয়ান ডিফেন্ডার লোদির প্রথম গোলের উপলক্ষটা দারুণ জয়ে স্মরণীয় হয়ে থাকল। চ্যাম্পিয়নস লিগে ২৫তম ম্যাচে প্রথম গোলের স্বাদ পেলেন ২৩ বছর বয়সি এ ফুটবলার। 

ম্যানচেস্টারের দলটি  এই নিয়ে টানা চারবার এই তেতো অভিজ্ঞতা হলো। ২০১২-১৩ মৌসুমে শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে, ২০১৩-১৪ মৌসুমে কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ও ২০১৭-১৮ মৌসুমে শেষ ষোলোয় সেভিয়ার বিপক্ষে এভাবে হেরে বিদায় নিয়েছিলো তারা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়ন্স | লিগ | ম্যান | ইউর | বিদায়