আর্কাইভ থেকে দেশজুড়ে

নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার, ৪৪ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞার সময় ইলিশ শিকার, ৪৪ জেলের কারাদণ্ড
বরিশালের বিভিন্ন নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে অভিযান চালিয়ে ৪৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের কাছে থেকে তিন লাখ ৯৫ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। রোববার (২২ অক্টোবর) সকালে বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। মৎস্য অফিসের সূত্রমতে, শনিবার (১১ অক্টোবর) বরিশাল বিভাগে ১১৮টি অভিযানে ৪৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে ৮৫৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ ইলিশ বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়েছে। এছাড়া বরিশালে ২৯ জন, ভোলায় ১২ জন ও পটুয়াখালীতে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বরিশালে ২৬ জন, পটুয়াখালীতে ছয়জন ও ভোলায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মো. নাসির উদ্দিন জানান, গেলো ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ১১টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৭৫টি মাছঘাট, ৩১২টি আড়ত ও ২০৫টি বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন নিষেধাজ্ঞার | সময় | ইলিশ | শিকার | ৪৪ | জেলের | কারাদণ্ড