আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশে করোনায় মৃত্যু শূণ্য আরও একদিন

দেশে করোনায় মৃত্যু শূণ্য আরও একদিন

দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আজও নতুন কেনো মৃত্যু নেই। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১১২ জনে।  নতুন শনাক্ত হয়েছেন ১৮২ জন। শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে।

 

আজ বুধবার (১৬ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গেলো ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৭৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | করোনায় | মৃত্যু | শূণ্য | আরও | একদিন