আর্কাইভ থেকে আন্তর্জাতিক

বিতরণ করা খাবার বাস্তুচ্যুত গাজাবাসীর তুলনায় অপ্রতুল: ডব্লিউএফপি

বিতরণ করা খাবার বাস্তুচ্যুত গাজাবাসীর তুলনায় অপ্রতুল: ডব্লিউএফপি
২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ১৬ হাজার ৩০০ প্যাকেট খাবার বিতরণ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট। বুধবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার কেন্দ্রীয় অঞ্চলগুলোর পাশাপাশি রাফাহ্ ও খান ইউনিসেও বিতরণ করা হয়েছে জরুরি খাদ্য। তবে বাস্তুচ্যুত গাজাবাসীর তুলনায় সেসব অপ্রতুল, এমনটাই জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি। তাছাড়া, চলমান আগ্রাসনের মাঝে ভুক্তভোগীদের হাতে ত্রাণ পৌঁছে দেয়াটাও বেশ ঝুঁকিপূর্ণ। এরইমধ্যে চলমান অভিযানে প্রাণ হারিয়েছেন জাতিসংঘের ২৯ কর্মী। গেলো সপ্তাহ থেকে কাতার ও মিসরের মধ্যস্থতায় তিন দফা উপত্যকায় প্রবেশ করেছে অর্ধশতাধিক ত্রাণবাহী ট্রাক। জরুরি খাদ্য, সুপেয় পানি ও চিকিৎসা সরঞ্জাম থাকলেও তাতে নেই জ্বালানি। স্বেচ্ছাসেবীদের অভিযোগ, জীবন রক্ষাকারী অন্যান্য উপাদানের ঘাটতিও রয়েছে ত্রাণবহরে।

এ সম্পর্কিত আরও পড়ুন বিতরণ | করা | খাবার | বাস্তুচ্যুত | গাজাবাসীর | তুলনায় | অপ্রতুল | ডব্লিউএফপি