তুতোভাইকে ট্রাক্টরের চাকায় পিষে মারল যুবক। জমি বিবাদের জেরে ভয়ংকর হত্যাকাণ্ডের সাক্ষী হল রাজস্থান। মৃত্যু নিশ্চিত করতে ভাইয়ের শরীরের উপর দিয়ে মোট আটবার ট্রাক্টর চালালেন এই হত্যাকারী। দুই পরিবারের সংঘর্ষে আহত হয়েছেন আরও দশ জন । তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় উত্তপ্ত ভারতের মরুরাজ্যের ভরতপুর।
ভরতপুরের একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ বাহাদুর সিং এবং আতার সিংয়ের মধ্যে। ঘটনার দিন সকালে ট্রাক্টর নিয়ে ওই জমিতে হাজির হয় বাহাদুর সিংয়ের পরিবার। পরে ঘটনাস্থলে পৌঁছায় আতহার সিংয়ের পরিবার। খানিক বাদেই দুই পরিবারের সদস্যের মধ্যে লাঠিসোটা নিয়ে ভয়ংকর সংঘর্ষ শুরু হয়। গ্রামবাসীদের দাবি, গুলির শব্দও পেয়েছেন তারা।
সংঘর্ষ চরমে উঠলে আতহার সিংয়ে ছেলে নিরপাত মাটিতে পড়ে যায়। এর পরেই বাহাদুর সিংয়ের ছেলে দামোদর তুতোভাইয়ের শরীরে উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে দেন। মৃত্যু নিশ্চিত করতে মোট আটবার ট্রাক্টর চাপা দেন তিনি নিরপাতকে। আতহারের পরিবারের লোকেরা বাধা দেওয়ার চেষ্টা করলেও পেরে ওঠেনি। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিরপাতের। সংঘর্ষে দুপক্ষের আরও দশজন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত দুপক্ষের চার জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনে পাঁচেক আগেও দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেধেছিল। সেদিন বাহাদুর সিংয়ের ছেলে জনক আহত হওয়ায় আতহার সিংয়ের পরিবারের বিরুদ্ধে মামলা হয়েছিল। অভিযোগ দায়ের করা হয়েছিল নিরপতের বিরুদ্ধেও। এদিকে এই ঘটনায় আসরে নেমেছে বিজেপি। রাজস্থানের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছে গেরুয়া শিবির।