আর্কাইভ থেকে জাতীয়

বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু উদ্বোধন করলেন, দুই দেশের প্রধানমন্ত্রী

বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু উদ্বোধন করলেন, দুই দেশের প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের সীমান্তে ফেনী নদীর ওপর মৈত্রী সেতু উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ মার্চ) দুপুর পৌনে একটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সেতুর উদ্বোধন করেন।

বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথম কোনো নদী সেতু উদ্বোধন হতে যাচ্ছে। ফেনী নদীতে এই সেতুর নাম রাখা হয়েছে করা হয়েছে ‘মৈত্রী সেতু’। একইসঙ্গে দুই দেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার সাবরুমে একটি ইন্টিগ্রেটেড চেকপোস্টেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

ফেনী সেতুর দৈর্ঘ্য ১ দশমিক ৯ কিলোমিটার। এটা রামগড়ের সঙ্গে ভারতের ত্রিপুরার সাবরুমে যুক্ত হয়েছে।

১৩৩ কোটি টাকা ব্যয়ে ভারতের ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন এই সেতু নির্মাণ করেছে। চট্টগ্রাম বন্দর থেকে এই সেতু দিয়ে সহজেই ত্রিপুরাসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্য সহজ হবে।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশভারত | মৈত্রী | সেতু | উদ্বোধন | দুই | দেশের | প্রধানমন্ত্রী