আর্কাইভ থেকে টুকিটাকি

মর্মান্তিক!

মর্মান্তিক!
সামান্য অসাবধানতায় মারাত্মক পরিণতি। গায়ে গরম দুধ উলটে যাওয়ার জেরে প্রাণ হারাল চার বছরের শিশু। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের গোয়ালিয়রে। মৃত শিশুর নাম দেব আহিরওয়ার। গোরঘাট থানা এলাকার বাদোঁ কালান গ্রামের বাসিন্দা ছিল সে। মা-বাবার তিন সন্তানের সর্বকনিষ্ঠ। নিজেদের বাড়ির চত্বরেই খেলা করছিল দেব। ঠিক সেই সময় সেখান দিয়ে গরম দুধের পাত্র নিয়ে যাচ্ছিলেন এক স্থানীয় শ্রমিক সুরেন্দ্র। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ওই গরম দুধের পাত্রে ধাক্কা লেগে পড়ে যায় দেব। গোটা দুধ উলটে যায় তার গায়ে। তার জেরেই শরীরের প্রায় ৮০ শতাংশই পুড়ে যায় তার। শিশুর চিৎকার আর কান্না শুনে ছুটে আসেন পরিবারের লোকেরা। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। দীর্ঘ তিন সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল দেব। কিন্তু অবশেষে হার মানল। বুধবার মৃত্যু হয় তার। ৪ বছরের সন্তানের মৃত্যুতে শোকে পাথর পরিবার। গোটা ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। কীভাবে এমন ঘটনা ঘটল, কেউ ইচ্ছাকৃতভাবে কিছু করেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন মর্মান্তিক