আর্কাইভ থেকে আন্তর্জাতিক

অবৈধ ইহুদি বসতিতে অর্থায়ন বন্ধ করুন

অবৈধ ইহুদি বসতিতে অর্থায়ন বন্ধ করুন

ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করে তাদের ভূমিতে অবৈধ ইহুদি বসতি স্থাপনের কাজে ইসরাইলকে অর্থায়ন বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর।

মিনেসোটা অঙ্গরাজ্যের একটি আসন থেকে দ্বিতীয়বারের মতো জয়ী এ মার্কিন কংগ্রেসের মুসলিম নারী সদস্য সম্প্রতি এক টুইটে এ আহ্বান জানান। খবর এএফপির।

এসব অবৈধ বসতি নির্মাণ করতে গিয়ে ফিলিস্তিনিদের ওপর ইসরাইল নীরবে জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি অধিকৃত জর্ডান উপত্যকার সামারিয়া এলাকায় খিরবেত হামসাহ নামে নতুন আরেকটি ইহুদি বসতি বন্ধে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

ইলহান ওমর বলেন, এভাবে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইহুদি বসতি গড়া ১৯৯৫ সালের অসলো শান্তিচুক্তির সরাসরি লঙ্ঘন।

এসব বসতি স্থাপনে যুক্তরাষ্ট্র সায় দিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে। আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ফিলিস্তিনিদের উদ্বাস্তু করে ইসরাইল যে অপরাধ করছে, যুক্তরাষ্ট্রও তার অংশীদার হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন অবৈধ | ইহুদি | বসতিতে | অর্থায়ন | বন্ধ | করুন