আর্কাইভ থেকে বাংলাদেশ

দেশের চলচ্চিত্র উন্নয়নে বিত্তবানরা এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী

দেশের চলচ্চিত্র উন্নয়নে বিত্তবানরা এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী

সমাজ গঠনে দেশের চলচ্চিত্রের বিরাট ভূমিকা আছে। এই চলচ্চিত্রের উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ প্রদান অনুষ্ঠান গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, তিনি বলেন, শুধু বিনোদন নয়, বিনোদনের সঙ্গে সঙ্গে সমাজ সংস্কারে, মানুষকে শিক্ষা দেয়া বা দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িতদের আহ্বান জানানো হচ্ছে।

শেখ হাসিনা আরও জানান,  শিল্পী-কলাকুশলীদের জন্য একটা ট্রাস্ট করা হয়েছে। বিত্তবানরা এ ফান্ডে সাহায্য করবেন। এছাড়া জেলা-উপজেলাতেও সিনেপ্লেক্স গড়ে তোলা হবে। এজন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এবার চলচ্চিত্রের বিভিন্ন শাখায় ২৭টি বিভাগে ৩০টি পুরস্কার পাচ্ছেন ২৯ জন শিল্পী। এর মধ্যে সেরা চলচ্চিত্র ও পরিচালকসহ সর্বোচ্চ ১১টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘গোর’।

আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন অভিনেত্রী আনোয়ারা বেগম ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন দেশের | চলচ্চিত্র | উন্নয়নে | বিত্তবানরা | এগিয়ে | আসুন | প্রধানমন্ত্রী