আর্কাইভ থেকে আন্তর্জাতিক

সপ্তাহের ব্যবধানে গাজায় দ্বিতীয় ‘ব্ল্যাকআউট’

সপ্তাহের ব্যবধানে গাজায় দ্বিতীয় ‘ব্ল্যাকআউট’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এখন সম্পূর্ণভাবে মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ‘ব্ল্যাকআউটের’ মুখোমুখী গাজাবাসী। বুধবার (১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় ‘ব্ল্যাকআউটের’ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের বৃহত্তম ইন্টারনেট পরিষেবা প্রদানকারী কোম্পানি প্যালেস্টাইন টেলি কমিউনিমেকশন কোম্পানি (প্যালটেল)। এক্সের বার্তায় প্যালটেল বলেছে, ‘প্রিয় দেশবাসীকে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, গাজা এখন ইন্টারনেট ও মোবাইল কমিউনিকেশন নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।’ গেলো ৭ অক্টোবর গাজার শাসকগোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চলানোর পর ওই দিন থেকেই উপত্যকাটিতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই অভিযান এখনও চলছে এবং গত শনিবার থেকে স্থল বাহিনীও তাতে যোগ দিয়েছে। গেলো ৪ সপ্তাহের অব্যাহত বিমান হামলায় অবরুদ্ধ গাজায় ব্যবসা রয়েছে এমন সব কোম্পানির মোবাইল ও ইন্টারনেট সংযোগ ও নেটওয়ার্ক তছনছ হয়ে গেছে অনেক আগেই। শুধুমাত্র কোন রকমে টিকে ছিল প্যালটেলের নেটওয়ার্ক পরিষেবা। মঙ্গলবারের অভিযানে প্যালটেলের নেটওয়ার্ক পরিষেবাও ধ্বংস হয়ে গেছে। চলতি মাসের ৭ অক্টোবর ভোরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইরেজ এলাকায় অতর্কিত হামলা চালায় গাজার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস। সীমান্ত বেষ্টনী বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়েন কয়েক শত প্রশিক্ষিত হামাস যোদ্ধা। সেখানে প্রথমেই কয়েক শ বেসামরিক মানুষকে নির্বিচারে হত্যা করেন তারা, সেই সঙ্গে জিম্মি হিসেবে ২১২ জন ইসরায়েলিসহ বিভিন্ন দেশের নাগরিককে ধরে নিয়ে গাজায় জিম্মি করেন হামাস যোদ্ধারা। কয়েক ঘণ্টা ব্যবধানে সেদিনই গাজা উপত্যকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে বিচ্ছিন্ন করে দেয়া হয় গাজার বিদ্যুৎ, পানি, খাবার সরবরাহ। অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের বিমান বাহিনীর অভিযানে গত তিন সপ্তাহে এই উপত্যকায় নিহত হয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ এবং নিহতদের ৭০ শতাংশই নারী-শিশু। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের কিছু বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক।

এ সম্পর্কিত আরও পড়ুন সপ্তাহের | ব্যবধানে | গাজায় | দ্বিতীয় | ব্ল্যাকআউট