আর্কাইভ থেকে বাংলাদেশ

যুদ্ধে ৭-১৫ হাজার রুশ সৈন্য নিহত: ন্যাটো

যুদ্ধে ৭-১৫ হাজার রুশ সৈন্য নিহত: ন্যাটো

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন যেন বন্ধের নামই নিচ্ছে না।  হামলার এক মাসে ৭ থেকে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছে। জানিয়েছেন ন্যাটোর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা

গেলো বুধবার (২৩ মার্চ) স্থানীয় সময় তিনি এপিকে এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানায় বিবিসি। 

ওই কর্মকর্তা আরও বলেন, যুদ্ধে ৩০ থেকে ৪০ হাজার রাশিয়ার সৈন্য হতাহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গেলো ২ মার্চের পর থেকে রাশিয়া আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা দেয়নি। ওইদিন তারা জানিয়েছিল, তাদের ৫০০ সেনা মারা গেছে।

প্রসঙ্গত, আফগানিস্তানে ১০ বছরের দখলদারিত্বে রাশিয়া প্রায় ১৫ হাজার সৈন্য হারিয়েছে।

ইউক্রেনেও নিজদের সেনা নিহতের সংখ্যার বিষয়টি অস্পষ্ট রেখেছে। দেশটির প্রেসিডেন্ট প্রায় দুই সপ্তাহ আগে বলেছিলেন ১৩০০ ইউক্রেনীয় সেনা মারা গেছে।

উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। 

ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ৩০ লাখের বেশি মানুষ। এছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ সেনা নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৬৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন যুদ্ধে | ৭১৫ | হাজার | রুশ | সৈন্য | নিহত | ন্যাটো