আর্কাইভ থেকে বাংলাদেশ

রমজানে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে

রমজানে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে

আসন্ন রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীতে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। জানালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে গুলশানে ডিএনসিসির নগর ভবনে এক কর্মশালায় সাংবাদিকদের তিনি এ কথা জানান। 

মেয়র বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতামূলক প্রচারণা দরকার। এজন্য এক রেস্তোরাঁর মালিক আরেক রেস্তোরাঁয় গিয়ে ভুল ধরিয়ে দিতে পারেন। এভাবে প্রত্যেককে সচেতন করতে হবে।

তিনি আরও জানান, নগরে অনেক রেস্টুরেন্ট ভালো থাকলেও চটপটি, পরোটার দোকানগুলোতে নিরাপদ খাদ্য নেই। এগুলোতে বিশেষ নজর দিতে হবে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন রমজানে | ভ্রাম্যমাণ | আদালত | মাঠে | থাকবে