কোপা আমেরিকার ফাইনালে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। সেই চোট থেকে অবশেষে পুরোপুরি সেরে উঠেছেন আর্জেন্টাইন তারকা।
মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে মেসি দুই মাস পর মাঠে ফিরবেন।
শুক্রবার সংবাদ সম্মেলনে ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো নিশ্চিত করেছেন এ তথ্য। মার্তিনো বলেন, “সে (মেসি) এখন ভালো আছে, আগামীকাল খেলার পথে আছে এবং অনুশীলনের পর আমরা তার জন্য কৌশল নির্ধারণ করব। তাকে পাওয়া যাবে।”
ঘরের মাঠে বাংলাদেশ সময় আগামীকাল রোববার ভোর সাড়ে ৫টায় ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৭ ম্যাচে ১৮ জয় ও ৫ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে মায়ামি।