আর্কাইভ থেকে লাইফস্টাইল

শীতে পা ফাটা রোধে ঘরোয়া সমাধান

শীতে পা ফাটা রোধে ঘরোয়া সমাধান
হালকা শীত শীত ভাব অনেকটা চলে এসেছে। এই মৌসুমে ফাটা ঠোঁট আার ফাটা গোঁড়ালির সমস্যায় নাজেহাল হন অনেকেই। কর্মব্যস্ত জীবনে সব সময় পার্লারে গিয়ে পায়ের পরিচর্চা করার সময় হয় না। আর তাই বাড়িতেই মিনিট পাঁচেক খরচ করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন পায়ের ফাটা দাগ দূর করার তিনটি ঘরোয়া টোটকা। ১) বাড়িতে কলা থাকলে সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন প্যাক। একটা কলা ভাল করে চটকে নিন। তার পর গোড়ালির ফাটা অংশে লাগিয়ে রাখুন। কলার খোসা দিয়ে মিনিট পাঁচেক ফাটা অংশটি ঘষে নিন। তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’-তিন দিন করলে মিলবে সুফল। ২) প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক উপাদান হল মধু। গোড়ালির ফাটা ত্বক জুড়তে মধু ব্যবহার করতে পারেন। মধু এবং গরম পানি একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। তার পর আলতো করে গোড়ালিতে লাগিয়ে মোজা পরে নিন। মিনিট দশেক পরে ঠান্ডা পানি ধুয়ে নিন। সপ্তাহে তিন-চার দিন এটি ব্যবহার করতে পারেন। ৩) গোড়ালি ফাটার সমস্যা থেকে মুক্তি পেতেও ভরসা রাখতে পারেন লেবুতেও। ফাটা পায়ের ত্বকের মসৃণতা ফেরাতে মধু আর পেট্রোলিয়াম জেলির প্যাক খুব উপকারী। ১ টেবিল চামচ পেট্রোলিয়াম জেলি এবং ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে সেটি গোড়ালি ফাটার অংশে নিয়মিত লাগান। সুফল পাবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন শীতে | পা | ফাটা | রোধে | ঘরোয়া | সমাধান