আর্কাইভ থেকে ফুটবল

নেইমারের অস্ত্রোপচার আজ

নেইমারের অস্ত্রোপচার আজ
গেল ১৭ অক্টোবরের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে নিকোলাস দে লা ক্রুজের সাথে ধাক্কা খেয়ে বড় ইনজুরিতে পড়েন নেইমার জুনিয়র। তার হাঁটুর লিগামেন্ট ছিড়ে গেছে। সুস্থ হয়ে ফিরতে হাঁটুতে অস্ত্রোপচার করতে হবে। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) নেইমারের ওই হাঁটুর অস্ত্রোপচার হবে । ব্রাজিল জাতীয় দলের শল্য চিকিৎসক রদ্রিগো লাসমারের অধীনে তার এই সার্জারি হবে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। ব্রাজিল কনফেডারেশন বিবৃতিতে বলেছে, বেলো হরিজেন্তে বৃহস্পতিবার নেইমারের অস্ত্রোপচার হবে। দলের চিকিৎসক লাসমার এই সার্জারি করাবেন। এই মাসেই কলম্বিয়া এবং চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আছে। সেই ম্যাচ মিস করবেন নেইমার।  গেল মার্চেও গোড়ালির সমস্যার জন্য অস্ত্রোপচার করেছিলেন নেইমার। যা তাকে প্রায় ছয় মাসের জন্য মাঠের বাইরে রেখেছিল।

এ সম্পর্কিত আরও পড়ুন নেইমারের | অস্ত্রোপচার | আজ