আর্কাইভ থেকে বাংলাদেশ

চার-ছক্কার ধুন্ধুমার লড়াই শুরু আজ

চার-ছক্কার ধুন্ধুমার লড়াই শুরু আজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের  (আইপিএল) ঢাকে কাঠি। আজ শনিবার (২৬ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হচ্ছে এবারের ১৫তম আসর। দেশের মাটিতে আবারো ফিরছে ভারতীয় ক্রিকেটের মহাযজ্ঞের আসর। করোনার কারণে গতবারের আইপিএল দুই ভাগে হয়েছিলো। প্রথম পর্ব ভারতে হলেও করোনার বাড়বাড়ন্তের কারণে মাঝপথেই টুর্নামেন্ট থামিয়ে দিতে বাধ্য হয়েছিল বিসিসিআই। এরপর গত বছর আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় পর্ব হয়েছিলো সংযুক্ত আরব আমিোতে। কিন্তু এবারের টুর্নামেন্ট আবারো দেশের মাঠে আয়োজস করছে  ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই। এবার ৮টি নয় ১০টি দল অংশ নিচ্ছে। যার ফলে ম্যাচ সংখ্যাও বাড়ছে। এ ছাড়া বায়ো বাবলের মধ্যে রয়েছেন আইপিএলের সঙ্গে যুক্ত দশ ফ্র্যাঞ্চাইজির সদস্যরাও।

মুম্বাইকে এ গ্রুপে এবং চেন্নাই রয়েছে গ্রুপ বি তে :  

মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লক্ষণৌ সুপার জায়েন্স।  

গ্রুপ-বিতে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস। 

আইপিএলের এবারের আসরের প্রথম ম্যাচ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। কেকেআর তাদের গত বছরের পারফরম্যান্সকে আরো ভাল করতে পারে। যার একমাত্র কারণ হলো এবার টুর্নামেন্টের শিরোপা জেতা। এবার দলের দায়িত্বে নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাকে গত মাসে মেগা নিলামে ১২.২৫ কোটি টাকায় কিনেছে কলকাতা শিবির।

পুরো স্কোয়াড : 
আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারাইন, শ্রেয়স আইয়ার, প্যাট কামিন্স, নীতীশ রানা, শিবম মাভি, শেলডন জ্যাকসন, আজিঙ্কে রাহানে, রিংকু সিং, অনুকুল রায়, রাশিখ দার, চমিকা করুণারত্নে, বাবা ইন্দ্রজিৎ, অশোক শর্মা, প্রশম শর্মা, অভিজিৎ তোমর, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, রমেশ কুমার, মহম্মদ নবী, আমান খান, উমেশ যাদব।

গতবার আইপিএলের দুই ফাইনালিস্ট কলকাতা নাইটস রাইডার্স-চেন্নাই সুপার কিংস;  এবার প্রথম ম্যাচেই ফের ২২ গজে মুখোমুখি তারা। মোট ২৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে চেন্নাই ও কলকাতা শিবির। তবে ইতিহাস বলছে যে পাল্লা ভারি সিএসকেরই। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ১৭বার জয় ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে ৮টি ম্যাচে কলকাতা জিতেছে। শেষ পাঁচবারের সাক্ষাতে ৪বারই জয় পেয়েছে হলুদ জার্সিধারীরা।   

পুরো স্কোয়াড : 
মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা, মইন আলি, রুতুরাজ গায়কোয়াড়, ডোয়েন ব্র্যাভো, দীপক চাহার, আম্বাতি রায়াড়ু, রবীন উথাপ্পা, মিচেল স্যান্টনার, ক্রিস জর্ডন, অ্যাডাম মিলিন, ডেভন কনওয়ে, শিবম দুবে, ডোয়েন প্রিটোরিয়াস, মাহিশ থিকশানা, রাজবর্ধন হাঙ্গার্গেকর, তুষার দেশপান্ডে, কেএম আসিফ, সি হরি নিশান্ত, এন জগদীশান, সুভ্রাংশু সেনাপতি, কে ভগত বর্মা, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং ও মুকেশ চৌধরী।

বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলা। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন চারছক্কার | ধুন্ধুমার | লড়াই | শুরু | আজ