আর্কাইভ থেকে এশিয়া

চীনে ভাইরাস পাসপোর্ট চালু

চীনে ভাইরাস পাসপোর্ট চালু

অভ্যন্তরীণ ভ্রমণে নাগরিকদের জন্য ডিজিটাল ভ্যাকসিন সনদ চালু করেছে চীন। সোমবার দেশটির জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট আপের মাধ্যমে ভাইরাস পাসপোর্ট নামের এই সনদ চালু করা হয়েছে।

এক বিবৃতিতে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ভাইরাস পাসপোর্টে ভ্রমণকারীদের টিকাদান এবং করোনা পরীক্ষার ফলাফল সংক্রান্ত তথ্য থাকবে। এছাড়াও কাগজে ছাপানো সনদও সংগ্রহ করতে পারবে ভ্রমণকারীরা। বিশ্বে এখন পর্যন্ত এটিই প্রথম ভাইরাস পাসপোর্ট।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক ভ্রমণ সহজ করতে এই ভাইরাস পাসপোর্ট চালু করা হয়েছে।

এ ধরণের ভ্যাকসিন নেওয়ার সনদ চালু করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। এই পাস নিয়ে  সদস্য দেশগুলো ছাড়াও বিদেশে ভ্রমণে যেতে পারবে নাগরিকরা।

ইতোমধ্যে চীনে আভ্যন্তরীণ পরিবহনসহ অনেক পাবলিক প্লেসে প্রবেশের জন্যে ‘কিউআর হেলথ কোড’সহ অন্যান্য চীনা স্মার্টফোন অ্যাপ প্রয়োজন হয়ে পড়ছে। এসব অ্যাপ ব্যবহারকারীর স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে সবুজ সংকেত দেবে।

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন চীনে | ভাইরাস | পাসপোর্ট | চালু