আর্কাইভ থেকে জাতীয়

লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৩ কেন্দ্রে জাল ভোটের প্রমাণ পেয়েছে ইসি

লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৩ কেন্দ্রে জাল ভোটের প্রমাণ পেয়েছে ইসি
লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে অভিযোগ ওঠা কেন্দ্রগুলোর ভোট বাতিল করে গেজেট প্রকাশ করা হবে। জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইসি সচিব বলেন, ওই দুটি আসনের উপনির্বাচনের কমিশন তদন্ত করে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তারা লক্ষ্মীপুর-৩ আসনের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার প্রমাণ পেয়েছে। সেখানে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়া ওই কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং কেন্দ্রটির ফল নির্বাচন কমিশন বাতিল ঘোষণা করেছে। এখন রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্রের ভোট বাতিল করে সংশোধিত ফল ঘোষণা করলে, পরে কমিশন গেজেট প্রকাশ করবে। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ এ দুটি কেন্দ্রে অনিয়মের প্রমাণ পেয়েছেন তদন্ত কর্মকর্তারা। সেখানেও ভোট গ্রহণকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ওই কেন্দ্র দুটির ফল বাতিল করে, সংশোধিত ফলের ওপর গেজেট প্রকাশ করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন লক্ষ্মীপুর | ও | ব্রাহ্মণবাড়িয়ার | ৩ | কেন্দ্রে | জাল | ভোটের | প্রমাণ | পেয়েছে | ইসি