আর্কাইভ থেকে বাংলাদেশ

পাকিস্তানের পার্লামেন্ট ভাঙলেন প্রেসিডেন্ট

পাকিস্তানের পার্লামেন্ট ভাঙলেন প্রেসিডেন্ট

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড.আরিফ আলভী। আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা দিলেন তিনি।

রোববার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী ইমরান খানের সংসদে ভাগ্যনির্ধারণী অধিবেশনে ভোটাভুটি হওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে, ডন জানায়, সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার নাকচ করে দেয়ার পর তিনি জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ পরামর্শ দেন।

অনাস্থা প্রস্তাব নাকচ করে দেয়ায় জাতিকে অভিনন্দন জানিয়ে ইমরান খান বলেন, 'ডেপুটি স্পিকার শাসন পরিবর্তনের প্রচেষ্টা এবং বিদেশি ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন।'

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | পার্লামেন্ট | ভাঙলেন | প্রেসিডেন্ট