খেলা শুরুতেই এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ভিনিসিয়াসের অ্যাসিস্ট থেকে মার্টিনেল্লির গোলের লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারলো না সেলেসাওরা। অ্যালিসন বেকারের একের পর এক সেভ দেয়নি কাজে। লুইস দিয়াজের ৪ মিনিটে করা ২ গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল ব্রাজিল। এরপর গত মাসে ভেনেজুয়েলার সঙ্গে ড্রয়ের পর উরুগুয়ের বিপক্ষে হেরেছিল ২-০ ব্যবধানে। তাই কলম্বিয়ার বিপক্ষে নেইমার বিহীন ব্রাজিলের লড়াই ছিল ব্যর্থতার বৃত্ত ভেঙে ঘুরে দাঁড়ানোর।
প্রথম মিনিটেই কলম্বিয়ার রক্ষণে আক্রম করে ব্রাজিল। পরের মিনিটে আবারও। ফলাফল আসে চতুর্থ মিনিটে। ভিনিসিয়াস জুনিয়রের পাস পেয়ে শট নেওয়ার আগে একটু পিছলে যান গাব্রিয়েল মার্টিনেল্লি, তবে সামলে নিয়ে শট নেন আর্সেনাল ফরোয়ার্ড। আর বল পৌঁছে যায় জালে।
ওই ধাক্কা সামলে নিয়ে কলম্বিয়াও একের পর এক পাল্টা আক্রমণ চালাতে থাকা। তবে ভাঙ্গতে পারছিল দেয়ালের মতো দাঁড়িয়ে থাকা এলিসন বেকারকে। তবে ৭৫তম মিনিটে আর টিকে থাকেনি সেই দুর্গ।
বাঁ দিক থেকে উড়ে আসা ক্রসে বক্সে লাফিয়ে হেডে বল জালে পাঠিয়ে দেন দিয়াস। চার মিনিট পর আবারও ডি-বক্সে বল পাঠান রদ্রিগেজ। লাফিয়ে হেড দেন দিয়াস। আর শুরু হয় কলম্বিয়ার সমর্থকদের উল্লাস।
এরপর কিছু শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ব্রাজিল। এই সময়ের ভিতরে অভিষেকুও হয় বিস্ময় বালক এন্ড্রিক ফিলিপের। তবে এমন অভিষেক হয়তো ভুলে যেতে চাইবেন এই আগামী বছর মাদ্রিদে যোগ দিতে যাওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।