আর্কাইভ থেকে ক্রিকেট

প্রথম ১০ ওভারে ৮০, পরের ১০ ওভারে ৩৫!

প্রথম ১০ ওভারে ৮০, পরের ১০ ওভারে ৩৫!
১-১০ ওভার, ২ উইকেট, ৮০ রান। ১-২০ ওভার, ১ উইকেট, ৩৫ রান। টস হেরে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল ভারত। ৩০ রানে প্রথম উইকেট হারালেও রোহিতের আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলো ভারত। তবে ১০ম ওভারে দলীয় ৭৬ রানে রোহিত ফিরে যাওয়ার পরের ওভারেই দলীয় ৮১ রানে ফিরে যান শ্রেয়াস আয়ার। দুই ওভারের দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে ভারত। সেই চাপ সামলে নেওয়ার চেষ্টা করছে কোহলি-রাহুল জুটি। তবে তারা রানের গতি বাড়াতে পারেনি। প্রথম ১০ ওভারে যেখানে রান ছিল ৮০, সেখানে পরের ১০ ওভারে ৩৫ রান। সাথে শেষ ১০ ওভারে আসেনি কোনো বাউন্ডারিও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ ভারতের।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রথম | ১০ | ওভারে | ৮০ | পরের | ১০ | ওভারে | ৩৫