আর্কাইভ থেকে জাতীয়

প্রস্তুতির অভাবে পিছিয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’র টিকিট বিক্রি

প্রস্তুতির অভাবে পিছিয়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’র টিকিট বিক্রি
আগাম টিকিট বিক্রি পিছিয়েছে ঢাকা-কক্সবাজার বাণিজ্যিক ট্রেনের। আগ্রহ নিয়ে সময় গুণছিলেন পর্যটকেরা। কিন্তু প্রস্তুতি অসম্পূর্ণ, তাই পেছানো হলো ঢাকা-কক্সবাজার ট্রেনের আগাম টিকিট বিক্রি। বলেছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদত আলী। মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। শাহাদত আলী বলেন, আজ ঢাকা কক্সবাজার রুটের আগাম টিকিট বিক্রির কথা থাকলেও তা হচ্ছে না। ডেভেলপমেন্টের কাজ চলমান থাকায় বুধ (২২ নভেম্বর) বা বৃহস্পতিবার (২৩ নভেম্বর) শুরু হবে আগাম টিকিট বিক্রি। উল্লেখ্য, ‘কক্সবাজার এক্সপ্রেস’ ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে চলাচল শুরু কথা রয়েছে। আগামী বছরের শুরুতে এই বহরে যুক্ত হচ্ছে আরো সাত জোড়া আন্তঃনগর এবং কমিউটার ট্রেন। গেলো ১১ নভেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতের কাছাকাছি নির্মিত দেশের প্রথম এবং এশিয়ার বৃহত্তম দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।    

এ সম্পর্কিত আরও পড়ুন প্রস্তুতির | অভাবে | পিছিয়েছে | কক্সবাজার | এক্সপ্রেসর | টিকিট | বিক্রি