আর্কাইভ থেকে বাংলাদেশ

অজি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন সময়ের সেরা তারকারা

অজি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন সময়ের সেরা তারকারা

২০২২-২৩ মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে ২০ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো এই তালিকায় জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিশ। এছাড়া অভিজ্ঞ তারকা ক্রিকেটাররাও ফিরেছেন চুক্তিতে।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) ২০ সদস্যের কেন্দ্রীয় চুক্তি তালিকা ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ডাক পাওয়া ইংলিস ছয় মাসের ব্যবধানেই জায়গা করে নিলেন কেন্দ্রীয় চুক্তি তালিকায়। তিন সংস্করণের স্কোয়াডেই ডাক পেলেও কেবল টি-টোয়েন্টিতেই অভিষেক হয়েছে ২৭ বছর বয়সী এই ক্রিকেটারের। এপর্যন্ত ৬ ম্যাচে ৩৫.৮ গড়ে ও ১৪৫.৫৩ স্ট্রাইকরেটে ১৭৯ রান করেছেন ইংলিস।

সম্প্রতি দারুণ পারফরম্যান্স করা ব্যাটার ট্রেভিস হেড ও উসমান খাজা, অলরাউন্ডার মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিস। বোলার স্কট বোল্যান্ড ও মিচেল  সোয়েপসন আবারও কেন্দ্রীয় চুক্তি তালিকায় জায়গা পেয়েছেন। আগের তালিকা থেকে বাদ পড়েছেন কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন, মার্কাস হ্যারিস, টিম পেইন, জেমস প্যাটিনসন। ম্যাথু ওয়েডও এই তালিকায় জায়গা পাননি।

২০২২-২৩ মৌসুমে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি তালিকা : গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, অ্যারন ফিন্স, ক্যামেরন গ্রীন, জশ হ্যাজলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, মিচেল সোয়েপসন, অ্যাডাম জাম্পা।

হাসিব মোহাম্মদ

 

এ সম্পর্কিত আরও পড়ুন অজি | বোর্ডের | কেন্দ্রীয় | চুক্তিতে | ফিরলেন | সময়ের | সেরা | তারকারা