আর্কাইভ থেকে আওয়ামী লীগ

দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত, প্রকাশ কবে- জানালেন ওবায়দুল কাদের

দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত, প্রকাশ কবে- জানালেন ওবায়দুল কাদের
রংপুর ও রাজশাহী বিভাগের ৬৯টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।  ৩০ নভেম্বরের আগেই প্রকাশ করা হবে মনোনীতদের তালিকা। বাদ পড়েছেন বেশ কয়েকজন বর্তমান এমপি। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সভাপতি শেখ হাসিনার নেতৃতে মনোনয়ন বোর্ডের প্রথমদিনের সভা শেষে এ কথা বলেন তিনি। কাদের বলেন, রংপুর ও রাজশাহীর ৬৯টি আসনের মনোনয়ন এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে।  রংপুর বিভাগের ৩৩টি আসনে ও রাজশাহী বিভাগের ৩৬টি আসনের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত হওয়ার পর সব নাম একসঙ্গে ঘোষণা করা হবে। তিন বিভাগে ১০৮টি আসনের বিপরীতে আওয়ামী লীগের পদ প্রার্থীরা ১১২৭টি মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে খুলনা বিভাগে ৪১৬টি, রাজশাহী বিভাগে ৪০৯টি এবং রংপুর বিভাগে ৩০২টি মনোনয়ন ফরম জমা পড়েছে। কাদের বলেন, এবার রাজনীতির বাইরে আজকে কাউকে মনোনয়ন দেয়া হয়নি। জনগণের কাছে যাদের জনপ্রিয়তা আছে, গুরুত্ব আছে তাদেরকেই মনোনয়ন দেয়া হচ্ছে। আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় ফের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন দলীয় | প্রার্থীদের | মনোনয়ন | চূড়ান্ত | প্রকাশ | কবে | জানালেন | ওবায়দুল | কাদের