‘কিছু মানুষ আবার হরতাল অবরোধ দিয়ে মানুষকে জিম্মি করার চেষ্টা করছেন, অপরাজনীতি করছেন, অপসংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছেন। এখান থেকে আমরা নিষ্কৃতি চাই।’
আসছে ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর সোমবার(২৭ নভেম্বর)বিকালে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এসব কথা বলেন।
চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘আজকে আমি প্রথম মনোনয়নপত্র পেয়েছি। মনোনয়নপত্র পেয়ে আজকে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমণ্ডির ৩২ নম্বরে এসেছি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। আজকে থেকে আমার যাত্রা শুরু হলো। এখনও অফিসিয়ালি প্রচারণা শুরু করিনি। আগামীকাল (মঙ্গলবার)মনোনয়ন ফর্ম জমা দেবো।তারপর নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে প্রচারণা শুরু করবো।’
এসময় তিনি বলেন,‘সাড়ে তিনলাখ ভোটার আছেন এখানে। আমি চেষ্টা করবো প্রত্যেকের বাড়ি গিয়ে সবাইকে স্মার্ট সিটি করার ব্যাপারে বলবো।’
বিএনপির অবরোধ-হরতালের বিষয়টিতে ইঙ্গিত করে ঢালিউড চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়ক বলেন,‘এই ধানমণ্ডিতে একটি সংস্কৃতির মিশ্রন আছে। একদিকে ২৬ মার্চ বঙ্গবন্ধু যেমন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এখানকার রাস্তা দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বের হচ্ছেন। এই রাস্তা আমাদের অহঙ্কারের, আমাদের গর্বের রাস্তা। এই রাস্তাতেই বঙ্গবন্ধু পরিবারসহ রক্ত দিয়ে গেছেন। আমরা ইদানিং দেখছি হরতাল-অবরোধ দিয়ে কিছু মানুষ আবার মানুষকে জিম্মি করার চেষ্টা করছেন, অপরাজনীতি করছেন, অপসংস্কৃতির দিকে ঠেলে দিচ্ছেন। এখান থেকে আমরা নিষ্কৃতি চাই। আমরা মাদকমুক্ত সমাজ চাই।’
প্রসঙ্গত,রোববার(২৬ নভেম্ববর)বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।