জমকালো আয়োজনে পর্দা নামলো আরটিভির সাড়া জাগানো রিয়েলিটি শো ‘ইয়াং স্টার সিজন-২’র। এই রিয়েলিটি শো ‘ইয়াং স্টার সিজন-২’র চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার জাহিদ অন্তু, রানার্সআপ হয়েছেন অনিক সূত্রধর। ২য় রানার্সআপ হয়েছেন যৌথ ভাবে আদিবা কামাল এবং অঙ্কিতা মল্লিক।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ৮টায় জমকালো আয়োজনের মাধ্যমে আরটিভির পর্দায় সম্প্রচার হয় গ্র্যান্ড ফিনালে আয়োজনটি।
অনুষ্ঠানটি নিয়ে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, আজ এই গ্র্যান্ড ফিনালে পর্বে যারা প্রতিযোগিতা করছে তাদের সবাই আমাদের কাছে যোগ্য। সম্মানিত বিচারকগণ তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ নির্বাচন করবেন। বাংলাদেশের এতো তরুণ শিল্পীদের প্রতিভা দেখে আমি খুবই আনন্দিত।
প্রতিমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু- বলেন, আয়োজনগুলো তাদের মাঝে নতুন ভাবে জাগরণ সৃষ্টি করেছে এবং ভবিষ্যতেও করবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় ড.হাসান মাহমুদ বলেন, বাংলা গান নিয়ে আরটিভির এ ধরণের একাধিক প্রতিযোগিতা রয়েছে যেগুলো দেশের পাশাপাশি বিদেশেও বাংলা গানের চর্চাকে প্রাণ দিয়েছে। আমি তাদের এ আয়োজনে অভিভুত আরটিভিকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পাশাপাশি মনোনীতদের হাতে পদক তুলে দেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ-এমপি, ভাইস-চেয়ারম্যান (আরটিভি) মো. জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, (আরটিভি) হুমায়ুন কবির বাবলু প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন: ইমতু রাতিশ ও রুহানি সালসাবিল লাবণ্য। পুরো অনুষ্ঠানে স্টাইলিস্ট কোরিওগ্রাফার আসাদ খান।
সৈয়দ আশিক রহমানের পরিকল্পনায় দেওয়ান শামসুর রকিবের সার্বিক তত্তাবধায়েন রিয়েলিটি শো-টি প্রযোজনা করছেন আরজু আহমেদ।
প্রসঙ্গত, আরটিভির লোকগানের রিয়েলিটি শো ‘বাংলার গায়েন’ ও ‘বাংলার গায়েন ইউএসএ’এবং তরূণ সংগীত শিল্পীদের অংশগ্রহণে রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’ ও ‘ইয়াং স্টার ইউএসএ’এর বিপুল জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয় ‘ইয়াং স্টার সিজন-২ ২০২৩’।
অনলাইনে রেজিস্ট্রেশন করেছে প্রায় ১৭ হাজার প্রতিযোগী তাদের মধ্য থেকে বাছাইকৃত ৩০০০ প্রতিযোগীর গান এর ভিডিও বিচারকদের কাছে বিচার বিশ্লেষনের এর জন্য দেয়া হয় এবং তাদের মধ্য থেকে সর্বমোট ৩০০ জন প্রতিযোগী কে বেঙ্গল মাল্টিমিডিয়া ষ্টুডিও তে ডাকা হয় এবং শুরু হয় ইয়াং স্টার সিজন – ২ এর স্টুডিও অডিশন রাউন্ড।
স্টুডিও অডিশন রাউন্ড’ থেকে মোট ৮৫ জন প্রতিযোগীকে ‘ইয়েস কার্ড’ দেয়া হয় আর তাদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘পিয়ানো রাউন্ড’ এবং পর্যায়ক্রমে
সম্মানিত বিচারকগণ তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ নির্বাচন করেন। পরর্বতী রাউন্ড জাজেজ্স চয়েজ রাউন্ড, দেশ সং রাউন্ড, ফোক সং রাউন্ড, ব্যান্ড রাউন্ড, পপ সং রাউন্ড, সিনেমা সং রাউন্ড এবং সিঙ্গার চয়েজ রাউন্ড অনুষ্ঠিত হয়। রাউন্ডগুলো পর্যায়ক্রমে শেষ করে সেরা ৬জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ফিনালে।
অনুষ্ঠানটিতে সেরা ৬ জন প্রতিযোগীর সঙ্গে কণ্ঠ মিলান জনপ্রিয় সংঙ্গীতশিল্পী ইমরান মাহমুদ এবং দিলশাদ নাহার কনা।
‘ইয়াং স্টার সিজন –২’— তে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল এবং বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী সানিয়া সুলতানা লিজা।
ওটিটি পার্টনার হিসেবে ছিল আরটিভিপ্লাস, অনলাইন পার্টনার: আরটিভি অনলাইন, ম্যাগাজিন পার্টনার লুক-এ্যাট-মি। মেকাপ পার্টনার হিসেবে ছিলেন পারসোনা এবং ড্রেস পার্টনা