আর্কাইভ থেকে এশিয়া

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই সেনার মৃত্যু  

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, দুই সেনার মৃত্যু  
ভারতীয় বায়ুসেনার একটি প্রশিক্ষণ বিমান ভেঙে বিধ্বস্ত হয়েছে হায়দরাবাদে। এই বিমান দুর্ঘটনায় বায়ুসেনার দুই পাইলটের মৃত্যু হয়েছে। তবে এই দুর্ঘটনার জেরে কোনও সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি বা অসামরিক কোনও ব্যক্তি নিহত বা আহত হননি। এই প্রশিক্ষণ বিমানের ভেঙে পড়ার নেপথ্যের কারণ বের করতে ইতোমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে বায়ুসেনা জানা যাচ্ছে, মৃতদের মধ্যে একজন প্রশিক্ষক ও অপরজন শিক্ষানবীশ। দুর্ঘটনার পর দ্রুত তদন্ত শুরু করছে বায়ুসেনা। জানা গেছে, সোমবার (২ ডিসেম্বর) সকালে তেলেঙ্গানার ডান্ডিগাল বায়ুসেনা ঘাঁটিতে প্রশিক্ষণ চলছিল। Pilatus PC 7 MK II নামে বিমানে প্রশিক্ষকের সঙ্গে রোজকার মতোই বিমান চালাচ্ছিলেন শিক্ষানবীশ। আচমকাই বিমানটি ভেঙে পড়ে। বায়ুসেনার পক্ষ বিবৃতি দিয়ে জানানো হয়, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। পরে তাদের মৃত্যু হয়েছে। এটি মূলত একটি ইঞ্জিন বিশিষ্ট বিমান। এই বিমানে প্রাথমিক প্রশিক্ষণ নিয়ে থাকেন শিক্ষানবীশ বিমানচালকরা। বায়ুসেনা ঘাঁটিগুলিতে ট্রেনিংয়ের জন্য মোতায়েন থাকে এই বিমান। হায়দরাবাদের ঘাঁটিতেও তা নিয়েই চলছিল প্রশিক্ষণ। কিন্তু আচমকা দুর্ঘটনায় ২ পাইলটের মৃত্যু যথেষ্ট উদ্বেগের। দুর্ঘটনার খবর পেয়ে দুঃখপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রশিক্ষণ | বিমান | বিধ্বস্ত | দুই | সেনার | মৃত্যু |