আর্কাইভ থেকে জাতীয়

দ্বিতীয়বার পেছালো হলদিবাড়ী-নীলফামারী চিলাহাটী ট্রেনের ট্রায়াল

দ্বিতীয়বার পেছালো হলদিবাড়ী-নীলফামারী চিলাহাটী ট্রেনের ট্রায়াল

দ্বিতীয়বারের মতো পেছালো ভারতের হলদিবাড়ী-নীলফামারীর চিলাহাটী রেলপথে যাত্রীবাহি ট্রেনের ট্রায়াল। চলতি মাসের ৫ তারিখ শুক্রবার প্রথম ট্রায়াল হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারনে সেটি সীমান্ত অতিক্রম করে চিলাহাটী আসেনি।

আজ বৃহস্পতিবার হলদিবাড়ী থেকে ছেড়ে ট্রেনটি দুপুর পৌনে একটায় বাংলাদেশে ভারত সীমান্তে এসে পৌছায়। দীর্ঘ ৪৫মিনিট অপেক্ষার পর ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার কারনে তা আবার হলদিবাড়ী ফিরে যায়।

চিলাহাটী রেলওয়ে স্টেশন মাষ্টার আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যাবে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামী ২৬মার্চ স্বাধীনতা দিবসে নীলফামারীর চিলাহাটী ও ভারতের জলপাইগুড়ি জেলার হলদিবাড়ী রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালীন সময় আনুষ্ঠানিকভাবে দুই দেশের প্রধানমন্ত্রী যাত্রীবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।

গত বছরের ১৭ ডিসেম্বর পণ্যবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে চিলাহাটী-হলদিবাড়ী রেলপথে দীর্ঘ ৫৫ বছর পর ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভার্চুয়াল মাধ্যমে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন দ্বিতীয়বার | পেছালো | হলদিবাড়ীনীলফামারী | চিলাহাটী | ট্রেনের | ট্রায়াল