ফুটবল

টানা দ্বিতীয়বার কোপার শিরোপা জিতলো আর্জেন্টিনা

টানা দ্বিতীয়বার কোপার শিরোপা জিতলো আর্জেন্টিনা
কোপা আমেরিকার ফাইনালে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের হার্ডরক স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে গোল পায়নি কোনো দল। তবে অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে গিয়ে লাওতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। আর এই গোলেই কোপার ১৬তম শিরোপা নিশ্চিত হয় লিওনেল মেসিদের। আর্জেন্টিনার ঝুলিতে ঢুকলো টানা ৩ শিরোপা। সেই ২০২১ সালের কোপা আমেরিকা থেকে শুরু করে, ২০২২ সালের বিশ্বকাপ- আর আজ আবারও সেই কোপার ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল আজ। সেই ফাইনাল জিতে নিল আর্জেন্টিনা। এমন কীর্তি কেবল স্পেনের দখলেই ছিল। ইউরো, বিশ্বকাপ আর ইউরো জিতে। আর্জেন্টিনার জার্সিতে আনহেল দি মারিয়ার শেষ ম্যাচ ছিল আজ। আগেই জানিয়েছিলেন কোপা হতে যাচ্ছে তার শেষ টুর্নামেন্ট। সেই কথামতো বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনাল দিয়েই শেষ করলেন দি মারিয়া। মেসির চোট, চোখে কান্না দর্শকরা দেখে নিলেন। প্রথমার্ধেই তার চোটের বিষয়টি স্পষ্ট হয়। এরপর খেলা দেখে বোঝা যাচ্ছিল বেশ অস্বস্তি তার মধ্যে। টুর্নামেন্টের শুরু থেকেই আর্জেন্টাইন তারকার চোটের বিষয়টি সামনে আসে। মেসির বদলি হিসেবে মাঠে নামেন নিকোলাস গঞ্জালেস। প্রতিপক্ষের জালে গঞ্জালেস বল জড়িয়েছিলেন। কিন্তু অফসাইড হওয়ার কারণে রেফারি গোল দেননি। নির্ধারিত নব্বই মিনিট গোলশূন্য অবস্থাতেই শেষ করে দুই দল। আর্জেন্টিনাকে আনন্দে ভাসার সুযোগ করে দেন লাউতারো মার্তিনেজ। ১১২ মিনিটের মাথায়, জিওভানি লো সেলসো ট্যাকেলের মাধ্যমে বল দখলে নেন। আর সেই বল থ্রু পাস করে দেন মার্তিনেজকে লক্ষ্য করে। এই ইন্টার মিলান তারকা কোনো ভুল করেননি, জালে জড়িয়েছেন নিশ্চিত হয়েই। কোপা আমেরিকার এবারের আসরে মার্তিনেজের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫ টি’তে। মার্তিনেজের গোলের পর স্বস্তি পেয়ে যায় আর্জেন্টিনা। কলম্বিয়া আর কোন বিপদ ঘটাতে পারেনি। ফলে জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছে লিওনেল মেসির দল। এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন টানা | দ্বিতীয়বার | কোপার | শিরোপা | জিতলো | আর্জেন্টিনা