আর্কাইভ থেকে জাতীয়

পতাকাবিহীন গাড়িতে কোটালিপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী

পতাকাবিহীন গাড়িতে কোটালিপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী
নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রোটোকল ও পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনের বিষয়ে বৈঠক করেন। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে সরকারি প্রোটোকল না‌ নিয়ে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে টুঙ্গিপাড়া থেকে কোটালিপাড়া যান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছান। নিজ বাড়িতে রাতযাপন করেন তিনি। এরপর আজ সকাল ১০টার কিছু আগে সীমিত গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া থেকে তার নির্বাচনী এলাকা কোটালিপাড়ায় পৌঁছান৷ কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সভায় আগামী নির্বাচন নিয়ে দিক নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর কোটালীপাড়া সফরের সময় তার সঙ্গে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় উপস্থিত ছিলেন। সফরের প্রথম দিন বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি টুঙ্গিপাড়ায় পৌঁছে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন পতাকাবিহীন | গাড়িতে | কোটালিপাড়ায় | গেলেন | প্রধানমন্ত্রী