আর্কাইভ থেকে ক্রিকেট

আলোক স্বল্পতায় শেষ হলো ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা

আলোক স্বল্পতায় শেষ হলো ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় দিন শেষে টাইগারদের লিড এখন ৩০ রানের। উইকেটে আছে জাকির হোসেন আর মুমিনুল হক। জাকির ১৬ রানে অপরাজিত, মুমিনুল এখনও রানের খাতা খুলতে পারেননি। দিনের খেলায় নিউজিল্যান্ডকে ১৮০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৮ রান তোলে টাইগাররা। এরপরে আলো স্বল্পতার কারণে খেলা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বিকেল পৌনে ৩টার দিকে আলো স্বল্পতার কারণে তৃতীয় দিনের খেলা সমাপ্ত ষোষণা করেন আম্পায়াররা। যার ফলেই তাদের লিড দাঁড়ায় ৩০ রান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি। আজ মাত্র ৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২ বলে মাত্র ২ রান করেই এজাজ প্যাটেলের শিকার হয়ে ফিরে যান মাহামুদুল হাসান জয়। মাত্র ৩ রানেই প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল বাংলাদেশ। কিন্তু এই জুটিও বেশিদূর যেতে পারেনি। টিম সাউদির বলে মিড অফে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান শান্ত। আউট হওয়ার আগে করেন ২৪ বলে ১৫ রান। এরপরেই ক্রিজে নামেন মুমিনুল হক। তবে তিনি মাত্র একটি বল খেলার সুযোগ পার। এরপরেই আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। এর আগে ম্যাচের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদিনই বৃষ্টি হয়েছে। যে কারণে মাঠে গড়াতে পারেনি খেলা। আজ শুক্রবার সকাল পৌনে ৯ টায় শুরু হওয়ার কথা থাকলেও, মাঠ ভেজা থাকার কারণে খেলা শুরু হয় বেলা ১২ টায়।

এ সম্পর্কিত আরও পড়ুন আলোক | স্বল্পতায় | শেষ | হলো | ঢাকা | টেস্টের | তৃতীয় | দিনের | খেলা