আর্কাইভ থেকে দেশজুড়ে

এবার আমুকে তলব করলো ইসি

এবার আমুকে তলব করলো ইসি
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি ২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন আমুকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ ডিসেম্বর ইসিতে উপস্থিত থেকে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ইসির চিঠিতে বলা হয়, গেলো ৮ ডিসেম্বর ঝালকাঠি হানাদার মুক্ত দিবস উপলক্ষে নলছিটি উপজেলা পরিষদ ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য দেয়ার সময় নিজের পক্ষে ভোট চান আমির হোসেন আমু। যার ভিডিও এবং স্থিরচিত্র বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। চিঠিতে আরও বলা হয়, আলোচনা সভা জনসভায় পরিণত হলে সেটি নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করতে পারে। এতে প্রার্থীতা বাতিলের বিধান রয়েছে। আচরণবিধি লঙ্ঘন না হলেও এ ধরণের জনসমাগম গণমাধ্যমের নিকট বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। উল্লেখ্য, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ১৯৭৩ সালে প্রথম ঝালকাঠি থেকে আওয়ামী লীগ এর মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন এবার | আমুকে | তলব | করলো | ইসি