আর্কাইভ থেকে জাতীয়

ফরিদপুর-৩ আসনে শামীমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ,শুক্রবার রায়

ফরিদপুর-৩ আসনে শামীমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ,শুক্রবার রায়
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের বিরুদ্ধে নেদারল্যান্ডসের নাগরিকত্ব বাতিলের নথিপত্রে জালিয়াতির অভিযোগ তুলে তার প্রার্থীতা বাতিলের আবেদনের রায়  শুক্রবার (১৫ ডিসেম্বর) ঘোষণা হবে। শামীম হকের প্রার্থীতা বাতিল চেয়ে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ নির্বাচন কমিশনে ওই আবেদন করেন। বুধবার (১৩ ডিসেম্বর)  দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন ভবনে তার প্রার্থিতার বৈধতা নিয়ে শুনানি হয়। পরে শুনানি স্থগিত রেখে ইসি শুক্রবার রায়ের দিন নির্ধারণ করে। আইন অনুযায়ী দ্বৈত নাগরিক হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারেন না। শামীম হকের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান দাবি করেছেন, শামীম হক নেদারল্যান্ডসের নাগরিকত্ব ত্যাগ করার যে নথিপত্র জমা দিয়েছেন, সেগুলোর সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান গণমাধ্যমকে আরো জানান, নথিগুলো পর্যালোচনা করে দেখা গেছে, শামীম হকের হয়ে বিভিন্ন জায়গায় যে ই-মেইল করা হয়েছে, তা করেছেন আলী আজগর মানিক নামের এক ব্যক্তি। মানিকের এইচসিএইচ আন্ডারস্কোর বিডি অ্যাট ইয়াহু ডটকম (hch_bd@yahoo.com) ঠিকানা থেকে করা ই-মেইলে নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাসে যোগাযোগ করে শামীম হকের নাগরিকত্ব বাতিলের বিষয়টি বারবার তুলে ধরা হয়েছে। সেই ই-মেইলে ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের কনস্যুলার সেবার ঠিকানা, দূতাবাসের লোগো, ফোন নম্বর, ই-মেইল ও ওয়েবসাইটের ঠিকানা ব্যবহার করা হয়। তবে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে শামীম হক গণমাধ্যমকে বলেন, আমি নেদারল্যান্ডসের নাগরিক ছিলাম। তবে আমি সম্প্রতি ওই নাগরিকত্ব প্রত্যাহারের জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছি। নেদারল্যান্ডসের দূতাবাস জানিয়েছে, আমার আবেদন গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ইসিতে জমা দেয়া হয়েছে। প্রসঙ্গত,শামীম হক ফরিদপুর জেলা শাখা আওয়ামী লীগের সভাপতি এবং আবেদনকারী এ কে আজাদ একই সংগঠনের  উপদেষ্টা কমিটির সদস্য।    

এ সম্পর্কিত আরও পড়ুন ফরিদপুর৩ | আসনে | শামীমের | বিরুদ্ধে | দ্বৈত | নাগরিকত্বের | অভিযোগশুক্রবার | রায়