আর্কাইভ থেকে ফুটবল

চ্যাম্পিয়নস ট্রফির শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত

চ্যাম্পিয়নস ট্রফির শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত
চ্যাম্পিয়নস ট্রফির শেষ ষোলোর লড়াইয়ে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ২০১৯-২০ মৌসুমের সেমিফাইনালিস্ট লাইপজিগকে। আর বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি কিছুটা দুর্বল দল কোপেনহেগেনকে পেয়েছে। সোমবার সুইজারল্যান্ডের লিওনে ড্র অনুষ্ঠান পরিচালনা করেন উয়েফার উপ-মহাসচিব জর্জিও মার্কেত্তি। তাঁর সঙ্গে ছিলেন কিংবদন্তি চেলসি ডিফেন্ডার ও ২০১২ সালের চ্যাম্পিয়নস লিগ জয়ী জন টেরি। শেষ ষোলোয় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লাৎসিওকে। বুন্দেস লিগার আরেক জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পিএসভিকে। তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলান খেলবে স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। আর ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি পেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়াদাদকে। গত মৌসুমে ইতালির চ্যাম্পিয়ন নাপোলি খেলবে ইউরোপের পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে। আর আর্সেনাল খেলবে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তোর বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র: আর্সেনাল - পোর্তো বার্সেলোনা - নাপোলি রিয়াল সোসিয়েদাদ - পিএসজি অ্যাথলেটিকো মাদ্রিদ - ইন্টার মিলান বরুশিয়া ডর্টমুন্ড - পিএসভি বায়ার্ন মিউনিখ - ল্যাজিও ম্যানচেস্টার সিটি - এফসি কোপেনহেগেন রিয়াল মাদ্রিদ - আরবি লাইপজিগ  

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়নস | ট্রফির | শেষ | ষোলোর | ড্র | অনুষ্ঠিত